রায়হান রনি, কেশবপুর
যশোর-৬ (কেশবপুর) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী শহিদুল ইসলামের মনোনয়নপত্র বুধবার বৈধ ঘোষণা করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার দাখিলকৃত মনোনয়নপত্রকে আইনগতভাবে সঠিক ও গ্রহণযোগ্য বলে ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্যাদি পর্যালোচনা করে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়।
এর মাধ্যমে যশোর-৬ (কেশবপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন গাজী শহিদুল ইসলাম।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে তার সমর্থক ও অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় তারা আশাবাদ ব্যক্ত করেন, জনসম্পৃক্ত রাজনীতি ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে গাজী শহিদুল ইসলাম এ অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।