যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাস (হাজতি নং–২৮২৪) কারাগারে নি/হত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
কারা সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে আদালত থেকে উজ্জ্বলকে যশোর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। কারারক্ষীরা জানান, হস্তান্তরের সময়ই তিনি অসুস্থ ছিলেন এবং তার নথিতে উল্লেখ ছিল—তিনি গণপিটুনির শিকার হয়েছেন।
কারাগারের জেলার আবিদ আহম্মেদ বলেন, “উজ্জ্বলকে কারা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাত ১০টা ৩০ মিনিটের দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, উজ্জ্বল বিশ্বাসের শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ ছিল। এসব আঘাতের কারণেই তার মৃ/ত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করছেন—উজ্জ্বলকে আটকের পর নির্যাতন করা হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মৃত্যুর ঘটনাটি তদন্তে কারাগার ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বাধীন তদন্তের দাবি।