কেশবপুরে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও ছাড়পত্র ছাড়াই উপজেলার বিভিন্ন হাটবাজারে অবাধে গবাদিপশু জবাই করে মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা। ৫নভেম্বর বুধবার সকাল বেলা কেশবপুর পৌর পশুহাটে দেখা মেলে অসুস্থ্য গরুর। পরে কশাইরা দাবী করেন পৌরসভার আপত্তিতে ঐগরু জবাই করা হয়নি। সূত্রে জানা যায়, ৫ আগস্টোর পর স্বাস্থ্য পরীক্ষা ছাড়্রা পশু জবাই করা হচ্ছে কোশবপুর পৌর পশুহাটে। স্থানীয় সূত্রে জানা যায় পশু হাটের গরু ও ছাগল একই জায়গায় জবাই করায় ক্ষোভ প্রকাশ করেন সনাতন ধর্মের লোকেরা। অনেকের ইচ্ছা থাকলেও গোস্ত খেতে চান না।
একদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা ও জনসচেতনতার অভাবে চলছে পশু জবাইসহ মাংস ক্রয়-বিক্রয়। জবাই করা পশুর কোনো রোগ-বালাই রয়েছে কিনা এমন কোনো ধারণাও রাখেন না কেউ। এর ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। আইন প্রয়োগের দায়িত্ব প্রাণিসম্পদ ও প্রশাসনের হলেও তাদের নেই কোনো তৎপরতা। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা।
তাই সকলের দাবী কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধি করা।