কেশবপুরে বিএনপির দুর্গে নির্বাচনী হাওয়া, চলছে উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ।
জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের কেশবপুরে নারীদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ০৯ নং গৌরীঘোনা ইউনিয়ন এর ০৮ ওয়ার্ড বিএনপি অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কেশবপুর রেহেনা আজাদ।
বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল হালিমএলাকার কয়েকশ নারী অংশ নেন।
রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৮ নং ওর্য়াডে উঠান বৈঠাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম
সন্ধ্যায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার কমিটির উদ্যোগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন। কেন্দ্রীয় নির্বাহি কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
তিনি শুড়িঘাটা বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেন।