আজ
|| ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি
কেশবপুরে বিএনপির ত্রিমোহিনী ইউনিয়নে নির্বাচনী জনসভা
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬
কেশবপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২৫জানুয়ারি বিকেলে ১নং মজিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের বিএনপির সভাপতি আকরাম হোসেরএর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস উপজেলা , বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অমেলেন্দু দাস অপু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বিএনপির সহ সভাপতি মাসদুজ্জামান মাসুদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন প্রমূখ।
জনসভায় ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Copyright © 2026 বর্নমালা ৭১. All rights reserved.