কেশবপুরের চিংড়া বাজারের ৪ ডিসেম্বর-২০২৫ বৃহস্পতিবার বিকালে ঈদগাহ ময়দানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ ,কেশবপুর উপজেলা থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। দোয়া পরিচালনা করেন মুফতি হাবিবুল্লাহ । আরো উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপি সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস , কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ মশিয়ার রহমান , সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলাউদ্দিন আলা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।