আজ
|| ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
কেশবপুরে বিএনপির প্রার্থী শ্রাবণের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৫
শনিবার (২২ নভেম্বর) সকালে আবু শরাফ সাদেক অডিটরিয়ামে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন, যশোর-৬ (কেশবপুর) আসনের বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সভায় প্রধান অতিথি কাজী শ্রাবণ শিক্ষকের মতামত শোনেন। তিনি যুক্তিযুক্ত সমস্যা সমাধানের জন্য ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে তারেক রহমানের একটি পরিকল্পনা রয়েছে। যে পরিকল্পনায় শিক্ষাকে যুগোপযোগী প্রযুক্তিনির্ভর শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কাজ করা হবে।
শ্রাবণ বলেন, কেশবপুরে প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের উন্নয়ন করা হবে। জলাবদ্ধতায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই জলাবদ্ধতার অবসান করার চেষ্টা করা হবে।
শিক্ষক মো. হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, বিএনপির উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক কমিশনার মশিয়ার রহমান, সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা ও হুমায়ুন কবির সুমন।
সবশেষে দিল্লিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কেশবপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Copyright © 2025 বর্নমালা ৭১. All rights reserved.