আজ
|| ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে এক থাইমিস্ত্রির মৃত্যু
প্রকাশের তারিখঃ ৮ নভেম্বর, ২০২৫
কেশবপুরে নির্মাণাধীন ভবনের জানালার কাচ লাগাতে গিয়ে হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তুহিন হোসেন (৩০) নামের এক থাইমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।তুহিন মনিরামপুর উপজেলার খানপুর বালিয়াডাঙ্গা গ্রামের আজিজ সরদারের ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন আনিসুর রহমানের নির্মাণাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলায় শনিবার দুপুরে জানালায় থাইগ্লাস লাগানোর কাজ করছিলেন তুহিন হোসেনসহ মিস্ত্রিরা। কাজ করার সময় ভবনের পাশের ৩৩ হাজার ভোল্টের কভার দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তুহিন মারা যান।
এ সময় মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে থাইমিস্ত্রি আবু সাঈদ (৩৩) আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তুহিন হোসেনের লাশ উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা আহত আবু সাঈদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তুহিন হোসেনের লাশ উদ্ধার করা হয়।
Copyright © 2025 বর্নমালা ৭১. All rights reserved.