আজ
|| ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
কেশবপুরের কৃতি সন্তান মানবিক ডা.মো.আজিজুর রহমান লিটু (লালন) সহ জনসংখ্যা বিষয় সম্পাদক
প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর, ২০২৫
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ৯ আগস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে হারুন আল রশীদ সভাপতি এবং জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন।
এই কমিটিতে কেশবপুরের কৃতি সন্তান ডা.মো.আজিজুর রহমান লিটু সহ জনসংখ্যা বিষয় সম্পাদক। তিনি কেশবপুর পৌরসভার মধ্যকুল গ্রামের মৃত করিম মাস্টারের ছেলে। সে কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কেশবপুর কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১০ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি প্রতি সম্পাহের প্রতি শনিবার তার নিজ বাড়িতে অপরাহ্নে ২০০ টাকা ফিস নিয়ে রোগী দেখেন।
৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদে (২০২৫) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ডা. মোহাম্মদ আব্দুস সেলিম, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকি, অধ্যাপক ডা. শাহ মোহাম্মদ শাজাহান আলী, ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, অধ্যাপক ডা. নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. ময়নুল ইসলাম সাদিক, অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকারসহ অনেকে।
২৭৬ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান।
সহ-সভাপতি পদে রয়েছেন ৪৭ জন বিশিষ্ট চিকিৎসক।
কোষাধ্যক্ষ পদে- ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব-অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু।
যুগ্ম-মহাসচিব পদে রয়েছেন ৪০ জন চিকিৎসক, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছেন সারা দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের প্রতিনিধিগন। তথ্যপ্রযুক্তি, সমাজকল্যাণ, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, সাহিত্য, গবেষণা, আন্তর্জাতিক ও নারীবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
Copyright © 2025 বর্নমালা ৭১. All rights reserved.