আজ
|| ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
কেশবপুরে দখল হওয়া নদী পরির্দশনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২৫
রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি
ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশন প্রকল্পের কাজের বাধা অপসারণে অবৈধ দখল, দূষণ ও নাব্যতার বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করার লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মাকছুমুল হাকিম চৌধুরী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে যশোরের কেশবপুর উপজেলার আপার ভদ্রা নদীর আশেপাশের এলাকা পরিদর্শন করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল বাকী, সহকারী প্রধান মো. তৌহিদুল আজিজ, সহকারী প্রধান সাকিব মাহমুদ, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, কেশবপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শরিফ নেওয়াজসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১শ ৪০ কোটি টাকা ব্যয়ে কেশবপুর, মণিরামপুর, অভয়নগর, ডুমুরিয়া ও তালা উপজেলার পানি বদ্ধতা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৮১.৫ কিলোমিটার নদী খনন প্রকল্পের এলাকায় কেশবপুর উপজেলা অংশে প্রায় ৪৫ কিলোমিটার নদীর সীমানার মধ্যে ১টি বাজার, ১টি ধর্মীয় প্রতিষ্ঠানসহ ৮৮টি অবৈধ স্থাপনা রয়েছে
Copyright © 2025 বর্নমালা ৭১. All rights reserved.