আজ
|| ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রধান উপদেষ্টা বরাবর কেশবপুরে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের স্মারকলিপি ও মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৫
কেশবপুর(যশোর) প্রতিনিধি :
কেশবপুরে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মূহাম্মদ ইউনূস মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শরীফ নেওয়াজ। স্মারকলিপি প্রধান কালে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন
খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, সাবেক সভাপতি এস এম বাবর, আহবায়ক কমিটির প্রজীত মজুমদার, রবিউল ইসলাম রবি, সেলিম, রেজাউল, হাসান, আলম, পরিমল, হযরত আলী, বাসুদেব, রাজু আহমেদ, আব্দুল আলীম প্রমূখ।
স্মারকলিপিতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবি জানানো হয়। পাশাপাশি দীর্ঘদিনের জীবিকা নির্ভর খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে তারা কোথায় দাঁড়াবেন এবং পারিবারিকভাবেও অনিশ্চিত ভবিষ্যতের হতাশা প্রকাশ করেন।
স্মারকলিপি প্রদানের পূর্বে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা কৃষি অফিসারের নিকটও অনুরূপ স্মারকলিপি প্রদান করা হয়।
Copyright © 2025 বর্নমালা ৭১. All rights reserved.