নিজস্ব প্রতিবেদক।।যশোরের কেশবপুরে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগে ৭নং পাঁজিয়া ইউনিয়নের আব্দুল কাশেম, ৭নং পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গার আসাদুজ্জামান এবং ১১নং হাসানপুর ইউনিয়নের মিলনকে তলব করেছেন কেশবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, আশরাফুজ্জামান।
ঠিচিতে উল্লেখ করা হয় ভোক্তা প্রতি ৩০কেজি চাল দেওয়া কথা থাকলেও ওজনে কম দেওয়া। ইনটেক বস্তা খুলে সেই বস্তা রেখে দেওয়া, ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়।পয়েন্টে ট্যাগ অফিসারের অনুস্থিতিতে ইচ্ছা খুশি মত চাল বিতরণ এবং ভোক্তাকে ঠকানো হয়েছে। যা খাদ্যবান্ধব ২০২৪ নীতিমালা অনুযায়ি শাস্তি যোগ্যে অপরাধ।