তাজাম্মুল হক
স্টাফ রিপোর্টার
যশোরের কেশবপুরে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় কেশবপুর উপজেলা শহরে এ কর্মসূচি শুরু হয়। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মুক্তার আলী ও জেলা নায়েব আমীরের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা নায়েব আমীর মাওলানা হাবিবুর রহমান।
বক্তারা জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুস সামাদ, নায়েব আমির মাওলানা রিজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুল মৌমিন।খুলনা মহানগরে ছাত্র শিবিরের সভাপতি সাইদুল রহমান সাইদ , প্রভাষক জাকির হোসেন পৌর সভাপতি,এছাড়া বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারি এবং কর্মীবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সকল জামাত ইসলামি ও ছাত্র শিবিরের দ্বায়িত্ব শীলগন সুধিজন মিডিয়া কর্মীগন, প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “আমরা এমপি নির্বাচিত হলে কোনো ধরনের অন্যায় করব না, চাঁদাবাজি করব না এবং কাউকে করতে দেব না। সমাজে অন্যায়ের প্রশ্রয় দেওয়া হবে না।”
কর্মসূচি শেষে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়