• বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
কেশবপুরে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখল নিতে স্বামী স্ত্রীর উপরে হামলা !! স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ  কেশবপুরে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে তলব কেশবপুরে বিএনপির দুর্গে নির্বাচনী হাওয়া কেশবপুরে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক সকল কাঁদিয়ে নাফেরার দেশে চলে গেলেন যশোরের বর্ষিয়ান বিএনপির নেতা মোঃ মুছা কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করে প্রতিশ্রুতি রাখলেন শ্রাবন কেশবপুরে পূজামন্ডপে বিএনপি’র নেতাদের দফায় দফায় পরিদর্শন   কেশবপুরে ইউএনও রেকসোনা খাতুনের উদ্যোগে বিনামূল্যে জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান কেশবপুরে দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা কেশবপুরে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

কেশবপুরে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 রনি হোসেন, স্টাফ প্রতিনিধি।।

কেশবপুর (যশোর) যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়িভদ্রা নদীর পাড় থেকে তারেক সরদার (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তারেক সরদার একই গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় জোহর আলী নিজের জমিতে সিম তুলতে গিয়ে আইলের পাশে কাত হয়ে থাকা একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন শরিফুল ইসলাম, এসআই মোকলেচুর রহমান ও ভেরচী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে যান। এ সময় নিহতের স্ত্রী, স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। প্রাথমিকভাবে মরদেহের পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের নিচে থেতলানো জখম, বাম কান দিয়ে রক্ত, নাক দিয়ে সাদা ফেনা এবং গলায় শ্বাসরোধের কালচে দাগ দেখা গেছে। নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তারা খুলনার ডুমুরিয়া উপজেলার ভরাতিয়া সরকারি আবাসনে বসবাস করতেন। তারেক পেশায় টিউবওয়েল স্থাপন শ্রমিক, মাঝে মধ্যে ভ্যানও চালাতেন। বুধবার বিকেল ৪টার দিকে তিনি স্ত্রীকে জানান, এক ব্যক্তির কাছ থেকে টাকা আনতে যাচ্ছেন। এরপর তিনি আর বাসায় ফেরেননি এবং নিজের ব্যবহৃত মোবাইলটিও রেখে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, নিহতের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category