গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলার আসামী (১) মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০) পিতাঃ মৃত ইয়াসিন বিশ্বাস, সাং-আলতাপোল, কেশবপুর, যশোর। (২) মোঃআশিকুর রহমান (৫০) পিতা-মৃত গোলাম রব্বানী,সাং-সাবদিয়া, কেশবপুর, যশোর। (৩) মোঃ বাপ্পী,বয়স (২৫),সাং-গৌরিঘোনা, কেশবপুর, যশোর গ্রামে গাজা ও ইয়াবা সেবন কালে কেশবপুর উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব_মোঃশরীফ নেওয়াজ_স্যারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেক আসামীকে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়৷
এ সময় উপস্হিত ছিলেন জনাব মোঃ আবুল কাশেম উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য সদস্যবৃন্দ৷