১৮জুন বুধবার সকালে স্থানিয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, যশোরে সমমনা শিক্ষক জোট, যশোর- এর উদ্যোগে, “রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষকদের ভূমিকা”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম ও যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।সভাপতিত্ব করেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যশোর জেলা সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন।