যশোরের কেশবপুর উপজেলার ২০টি বিলে বোরো ধান কাটা তৃষ্ণাত্ত ১ হাজার কৃষকের মাঝে স্যালাইনের পানি, শরবত ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন। এসময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, উপজেলা সেচ্ছাসেবক দলেরসদস্য সচিব বাবুল রানা,, ১১ নং হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মিলন, সাধারন সম্পাদক মিজানুর রহমান (কাকর), যুবদল নেতা মোঃ তরিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। সকাল ৮টায় প্রথমে বুড়িহাড়ি দক্ষীনবিলের বোরো ধান কাটা ২শতাধিক কৃষক ও কৃষানির মাঝে সরবত, স্যালাইনের পানি এবং বিস্কুট বিতরন করেন আবুল হোসেন আজাদ। এরপর কাবিলপুর, হাসানপুর, টিটাবাজিতপুর, মোমিনপুর, ভান্ডাখোলা, বগাবিল, সকশেকেনপুর, মহাদেবপুরসহ ১৫টি বিলে কৃষকদের মাঝে স্যালাইনের পানি, সরবত ও সুকনা খাদ্য বিতারন করা হয়। প্রখর রোদে প্রচন্ড গরমে কৃষকদের তৃষঞা নিবরণে স্থানীয় বিএনপির নেতা আবুল হোসেন আজাদকে পাশে পেয়ে কৃতজ্ঞকতা প্রকাশ করেন কৃষকরা।