গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে ডাকা হয়েছে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’। যেখানে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখার আহ্বানও জানিয়েছেন গাজার বাসিন্দারা।
রোববার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে আমেরিকার প্রত্যক্ষ মদদে দখলদার ইসরায়েল গাজায় নারকীয় গণহত্যা চালাচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। এমনকি মানবিক সহায়তা দিতে আসা স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরাও ইসরায়েলি বর্বরতার শিকার হচ্ছেন। জনবহুল গাজা উপত্যকা এখন এক জনশূন্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।