আজ
|| ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সত্যিই অবিশ্বাস্য ‘সাঞ্জু’তে রণবীরের লুক
প্রকাশের তারিখঃ ১ মে, ২০১৮
টিজারেই চমক ছিল। আসলে যাঁর জীবন নিয়ে ছবিটা, তাঁর জীবনটা ভরা শুধু চমক আর চমক। তাই, রাজকুমার হিরানির মতো বাঘা পরিচালক যখন তাঁকে নিয়ে ছবি বানান, তখন সেটা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক।
হয়েছেও তাই। টিজার মুক্তির পর থেকেই আলোচনায় সঞ্জয় দত্তের বায়োপিক 'সাঞ্জু'। আর ছবিটির টিজারেই সবাইকে চমকে দিয়েছেন রণবীর কাপুর। আসল সঞ্জয়ের সাথে এই 'নকল' সঞ্জয়ের খুব একটা পার্থক্য করতে পারছেন না অনেকেই।
টিজারের পর আজ ছবিটির নতুন একটি পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। ছবিটিতে রণবীরের কো-স্টার সোনম কাপুর (যিনি সঞ্জয়ের বান্ধবী টিনা মুনিমের ভূমিকায় অভিনয় করছেন) তাঁর ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন পোস্টারটি। লিখেছেন, অবিশ্বাস্য!!!!! দেখুন, ২০১৬ সালে সঞ্জয়ের লুক। প্রেক্ষাগৃহে আসছে ২৯ জুন।
নতুন পোস্টারটি দেখে চমকে উঠেছেন অনেকে, আপনিও চমকাবেন।
Copyright © 2025 বর্নমালা ৭১. All rights reserved.